শহর প্রতিনিধি: ফেনীতে ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার সকালে শহীদ মিনার থেকে র্যালীটি বের হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা প্রশাসক মনোজ কুমার রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) উক্য সিং,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম,জেলা জজ আদালতের জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত,আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সমির চন্দ্র কর,স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন,জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী উপস্থিত ছিলেন।