কথা ডেস্ক-ফেনীতে দক্ষ নারী কারিগরী তৈরীতে জাতীয় মহিলা সংস্থার ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলছে।এ উপলক্ষে ৮ ডিসেম্বর সরকারী জিয়া মহিলা কলেজ মিলনায়তনে ২০১৮ সেশনের জানুয়ারী – জুন মাস পর্যন্ত ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে ১ শ দশ জন প্রশিক্ষর্ণাথী অংশ নেয় বলে জানান সংস্থার সহকারী প্রোগ্রামার ইঞ্জি. মো: নুরে আলম খান।
এসময় জাতীয় মহিলা সংস্থা ফেনী শাখার চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা , সংস্থার কম্পিউটার প্রশিক্ষক ফাহিমা সুলতানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নারীদের একজন দক্ষ কারিগরী হিসেবে গড়ে তোলার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা র্কতৃক পরিচালিত জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) কাজ করে যাচ্ছে।প্রকল্পটি এক ঝাঁক দক্ষ প্রকৌশলী দ্বারা পরিচালিত ।প্রকল্পের ৬৪ জেলায় শুধু মাত্র নারীদেরকে ১ হাজার টাকায় ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে।
এরই অংশ হিসেবে ফেনীতেও নারীদের কম্পিউটার বিষয়ে ৬ মাস মেয়াদী প্রশিক্ষন দিয়ে তাদের মানব সম্পদে তৈরীতে ভুমিকা রাখছে জাতীয় মহিলা সংস্থা ফেনী শাখা।