ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনী জেলা ব্র্যান্ড-বুকের মোড়ক উন্মোচন

শহর প্রতিনিধি:ফেনী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য্য নিয়ে রচিত ও জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত জেলার প্রামাণ্য সংকলন ‘জেলা ব্র্যান্ড বুক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরীর সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন,ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞা,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান,পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আহছান উদ্দিন জসিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজাম উদ্দিন হাজারী বলেন, ব্র্যান্ড বুকটি বাংলার পাশাপাশি ইংরেজীতেও অনুবাদ করা হয়েছে।কেননা বিশ্বের অনেক দেশেই যাবে বইটি।ফেনীর সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য্যকে ফেনীবাসীসহ দেশ-বিদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে এবং পর্যটনের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের নির্দেশনা মোতাবেক ফেনী জেলার জেলা ব্র্যান্ডিং কর্ম-পরিকল্পনা অনুযায়ী এ জেলার ব্র্যান্ড বুক প্রণয়ন করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!