ফেনী ডায়াবেটিক হাসপাতালে হাই-ফ্লো ও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সম্ভলিত ২০ বেডের করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করছে হাজী নজির আহম্মদ গ্রুপ। বুধবার দুপুরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে নজির আহাম্মদ গ্রুপের পক্ষ থেকে ২৫ লাখ টাকার অনুদানের চেক হন্তান্তর করা হয়। এ সময় ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক নুর আজম উপস্থিত ছিলেন।
গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন জানান, ডায়াবেটিক হাসপাতালে হাই-ফ্লো ও সেন্ট্রাল অক্সিজেন স্থাপন হলে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীরা উন্নত চিকিৎসার নিশ্চয়তা পাবেন। এই লক্ষ্যে নজির আহম্মদ গ্রুপ মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে।
ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ফেনী ডায়াবেটিক হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেন সংকট দূর করতে নজির আহম্মদ গ্রুপের উদ্যোগ প্রশংসনীয়। আগামী ৮ দিনের মধ্যে যন্ত্রপাতিসমৃদ্ধ হাই-ফ্লো ও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করে দেয়া হবে। রোগীদের সেবায় এগিয়ে আসায় ২০ শয্যার আইসোলেশন সেন্টারটি মরহুম হাজী নজির আহম্মদ এর নামে নামকরণ করা হবে।
ফেনী- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর আরো অনেক বড় বড় ব্যবসায়ী ও শিল্প উদ্যোগতা রয়েছে তারাও এ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের চিকিৎসায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।