ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক স্বদেশ কন্ঠ সম্পাদক ও প্রকাশক খলিলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের তমিজিয়া মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় সাংবাদিক খলিলের পরিবারের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ১৭ জুলাই তিনি মৃত্যু বরণ করেন।বর্ষিয়ান এ সাংবাদিকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ফেনী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় ক্লাবের সভাপতি জসিম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত, খলিলুর রহমান ফেনী জেলা উন্নয়ন ফোরামের সাবেক সভাপতি, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় কৃষক পাটির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন।