ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী-৩ আসনে লাঙ্গল ঠেকাতে আওয়ামীলীগের মানববন্ধন

দাগনভুইয়া প্রতিনিধি: ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে ঠেকাতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।এসময় আসনটিতে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী দেয়ার দাবীওও করা হয়।

বুধবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঁঞা উপজেলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নের্তৃত্ব দেন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মিন্টু, গোলাম বেলাল, নুর নবী, মো: হোসেন সোহেল, জিয়া উদ্দিন মাসুদ, নুরের ছাপা পলাশ, আবু নাছেন, নুরুল আবসার, আবুল হোসেন, মনিরুজ্জামান সবুজ, সামছুল আরেফিন রাজু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ২০০৮ সালের পর এ আসনে নৌকা প্রতীকে ভোট দিতে পারি নাই। তাই আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের অনুরোধ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার অনুরোধ জানাচ্ছি।

তারা দাবি করে বলেন, ২০০৮ সালে আসনটিতে নৌকা প্রতীক পেয়েছিল ৯৬ হাজার ভোট। ২০১৪ সালে জোট থেকে জাতীয় পার্টির প্রার্থী পেয়েছিল ১৫ হাজার ভোট। তাই আমাদের অনুরোধ সঠিক বিবেচনা করে এই আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!