ফেনীতে যৌথবাহিনীর পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ফেনীর বিভিন্নস্থান থেকে তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণকরা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি শর্টগান ব্যারেল ও শর্টগানের সরঞ্জামাদি, ৩৭টি শর্টগান এ্যামো, ১টি এয়ারগান, ১টি হাতকরা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারতরা হলেন, জিয়াউদ্দিন ডালিম (৪৫), জীবন কৃষ্ণ দে, ইয়াসিন হাসান (২৫), মেহেরাজ। ডালিম বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুর ভাই।
সূত্রে জানা যায়, ফেনী জেলার বিভিন্নস্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র-জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সব অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ফেনী সদর উপজেলার ৫নং কাজিরবাগ ইউনিয়ন থেকে জিয়া উদ্দীন ডালিম (৪৫) ও তার সহযোগী জীবন কৃষ্ণাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য মতে ফেনী শহরের একাডেমি থেকে ইয়াসিন হাসান (২৫) নামের এক যুবককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। এছাড়া দাগনভূঞা উপজেলার এনায়েতপুর এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মেহেরাজকে গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার আবুল হাসিম জানান, ফেনীর মহিপালে গনহত্যা মামলার আসামি মেহেরাজকে আটক করে থানায় সোপর্দ করেছে যৌথবাহিনি।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান, যৌথবাহিনীর অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে ফেনী মডেল থানার নিয়মিত মামলা ও বাকি দু’জনকে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সেনাবাহিনীর মেজর ফাহিম জানান, জেলায় নিরীহ ছাত্র-জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।