ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:০৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

বাংলাদেশ ছাত্রলীগের ব্যাডমিন্টন টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলাকে হারাল ফেনী

 

ক্রীড়া প্রতিবেদক-মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ও ডাচ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগকে হারিয়েছে ফেনী জেলা ছাত্রলীগ দল। ম্যাচে ১৫-৮ সেটে জয়লাভ করে ফেনী জেলা ছাত্রলীগ । জেলা ছাত্রলীগের পক্ষে টূর্ণামেন্টে অংশগ্রহন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সিনিয়র সহ সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাধারন সম্পাক জাবেদ হায়দার জর্জ।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ ঢাকায় অবস্থানরত ফেনীর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

24115321_1224362657665881_281233484_o

টূর্ণামেন্টে ছাত্রলীগের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রের অধীনস্থ জেলা ইউনিট মর্যাদার কলেজগুলো থেকে ১০১টি দল এ খেলায় অংশ নিচ্ছে।

এর আগে শুক্রবার ঢাবি ক্যাম্পাসে এ খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদদক এসএম জাকির হোসাইন। নক-আউট ভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৬ ডিসেম্বর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!