স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসনের আয়োজনে ফেনীতে আনন্দ শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শহরের পিটিআই মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী,সিভিল সার্জন ডাক্তার হাসান শাহরিয়ার কবির,অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন,উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. খালেদ কামাল,পিপি এডভোকেট হাফেজ আহম্মদ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান। পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা।
শোভাযাত্রায় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলার প্রতিটি সরকারী দপ্তর, বেসরকারী সংস্থা ও এনজিও কর্মকর্তা-কর্মচারীগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা বের করা হয়।