শহর প্রতিনিধি-ফেনীতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের ডক্টরস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন।
সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জমির উদ্দিন বেগের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের,ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি আবু তাহের ভুইঞা,এডভোকেট রাশেদ মাযহার,এডভোকেট শাহীন ও কবি শাবিহ মাহমুদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন,অপ-সাংবাদিকতা রোধে ফেনী প্রেস ক্লাবের বিবদমান বিরোধ নিরসনে পেশাদার সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।এ ক্ষেত্রে উভয় পক্ষের ছাড় দেয়ার মানসিকতা থাকলে প্রেস ক্লাবের সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন বলে উপস্থিত সাংবাদিকদের প্রতি আশ্বাস প্রদান করেন।
পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পত্রিকাটির জেলা প্রতিনিধি জমির উদ্দিন বেগকে সুভেচ্ছা জানানো হয়।