শহর প্রতিনিধি:ফেনীতে বিশ্বকাপ ফুটবলের ৫ বারের চ্যাম্পিয়ন তারকা দল ব্রাজিল ফ্যানরা দিনভর আনন্দ-আড্ডায় মেতে উঠে। আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের হেক্সা জয় উপলক্ষ্যে শুক্রবার বিকালে শহরের রেডিক্স হোটেলের হলরুমে ব্রাজিল ফ্যানস অফিসিয়াল গ্রুপ অব বাংলাদেশের আয়োজনে এ আড্ডায় দেড় শতাধিক ফ্যান অংশ নেয়। নেইমার-পেলে-রোনালদো-রোনালদিনহোকে নিয়ে গর্ব করেন তারা। দুপুরে খাওয়া শেষে সবাই মেতে উঠে আড্ডায়। আড্ডায় অংশ নিয়ে ব্রাজিল সমর্থক হওয়ার কারণ তুলে ধরেন তারা।
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম ভূঞা, এসআলম সবুজ ও গ্রুপের সিনিয়র সংগঠক তুর্য হাসান। অনুষ্ঠানে দৈনিক ফেনীর সময় নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজম ও রেডিক্স হোটেলের স্বত্ত্বাধিকারী অপু হাজারী অংশ নেন।
রাসেল আল তাহসিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ব্রাজিল ফ্যান ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী নুর করিম জাবেদ, গ্রুপের সহ-সংগঠক ফেনী কম্পিউটার ইনস্টিটিউট শিক্ষার্থী সালমান রাজন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মিনহাজ উদ্দিন মাহমুদ, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট শিক্ষার্থী ইমন রহমান, কাজী মাসুদ, মেহেদী হাসান শাকিল, ফেনী ন্যাশনাল কলেজের শিক্ষার্থী তামজিদ রাফিন, ইনস্টিটিউট অব কম্পিউটার টেকনোলজি (আইসিএসটি) শিক্ষার্থী কামরুল হাসান ও আমিরুল ইসলাম। কেক কেটে একে অপরকে খাইয়ে উৎসব উদ্যাপন করে তারা। অনুষ্ঠানে ব্রাজিলের অংশগ্রহনে বেশ কয়েকটি ঐতিহাসিক ম্যাচ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী চট্টগ্রামের অয়ন আলমকে পুরস্কৃত করা হয়। পরে ব্রাজিল সমর্থকরা শহরে বর্ণাঢ্য র্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হয়।



