ফেনী
শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৩
, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ভোর বাজার মডেল একাডেমীর ঈদ পুনর্মিলনী

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোরবাজার মডেল একাডেমীর ঈদ পুনর্মিলনী,সাবেক কমিটির বিদায় সংবর্ধনা ও নতুন কমিটিকে বরণের আয়োজন করা হয়।শুক্রবার রাতে একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরবাজার মডেল একাডেমীর সভাপতি সামছুল হুদা দুলাল।

অনুষ্ঠানে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করে ব্যাংকার শরীফুল ইসলামকে সভাপতি, সাইফুল ইসলাম মিঝিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।এসময় বিদায় কমিটির সভাপতি সামছুল হুদা দুলালকে সফল বিদায় সভাপতির সংবর্ধনা ক্রেস্ট তুলেদেন বর্তমান কমিটির সহ-সভাপতি ইকবাল হাসান মাসুম ও অফিস সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।প্রতিষ্ঠানের উদ্যোক্তা,বিদায় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন স্যারকে সফল বিদায় সাধারণ সম্পাদক সংবর্ধনা ক্রেস্ট তুলেদেন বর্তমান কমিটির সভাপতি শরিফুল ইসলাম ও সদস্য মোঃ আলা উদ্দিন (রুমন)।এদিকে নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন রুবেল।সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঝিকে ফুল দিয়ে বরণ করেন সহ-সভাপতি ইকবাল হাসান (মাসুম) ও উপদেষ্টা সাইফুল ইসলাম (মুন্সী)।

এসময় সভাপতির শুভেচ্ছা বক্তব্যে সাবেক কমিটির সভাপতি সামছুল হুদা দুলাল সকল সদস্য বিশেষ করে প্রতিষ্ঠানের উদ্যোক্তা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন স্যারের ছাত্র-ছাত্রী ভর্তি করা কালীন অবদানের কথা স্মরণ করে তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি নতুন কমিটির উপদেষ্টা ও সভাপতি, সম্পাদকসহ কমিটির সকল সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!