চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার রহমানিয়া মাদরাসার মুহতামিম মাও: ফয়েজ উল্লাহর বিরুদ্ধে নানা অর্থ আত্মসাৎ সহ অনিয়ম-দূর্নীতির নানা অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী সূত্র জানায়, গত চার মাস আগে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে মাদরাসার ছাত্রদের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়। ওই টাকা তিনি ছাত্রদের জন্য খরচ না করে আত্মসাত করেন। শিক্ষকদের বেতন ১০-১৫মাস বকেয়া থাকলেও ক্ষমতাবলে মুহতামিম নিজের বেতন উত্তোলন করেন। এছাড়া মাদরাসার ব্যাংক হিসাব কিংবা আর্থিক বিষয়ে সহকারি পরিচালক ও শিক্ষকদের কিছু জানানো হয় না। ২০১১ সালে দায়িত্ব গ্রহনের পর থেকে অধ্যবদি কোন রশিদ বই ইস্যু করা হয় না। সভাপতি দীর্ঘদিন অনুপস্থিত থাকার সুযোগে তিনি একক ক্ষমতাবলে কোন ধরনের মতামত গ্রহণ করা হয় না। মাদরাসার বিষয়ে কেউ কিছু বলতে গেলে উল্টো হয়রানীর শিকার হন।