ফাজিলপুর যুব কল্যাণ ফোরাম ঢাকার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল ফিকাহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন।
ফাজিলপুর যুব কল্যাণ ফোরাম ঢাকা’র সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন রুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মুহিব্বুল্লাহ ও ফেনী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জামাল উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মাঈন উদ্দিন, ফাজিলপুর মুজিবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মেছবাহ উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবুল বশর, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিন হুমায়ুন,ডাঃ শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফাজিলপুর ইউনিয়নের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।