ক্রীড়া প্রতিবেদক-
বয়স ৩৪ পূর্ণ করলেন মাশরাফি বিন মুর্তজা। ১৯৮৩’র ৫ই অক্টোবর নড়াইল জেলায় জন্ম বাংলাদেশের এ শীর্ষ ক্রিকেটারের। দেশসেরা এ পেসারের জাতীয় দলে অভিষেক ২০০১-এ। ইনজুরিপ্রবণ ক্যারিয়ারে চড়াই উতরাই থাকলেও বাংলাদেশের সেরা বোলারের পরিসংখ্যানটা তারই। ইনজুরির কারণে নিজ মাটিতে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। তবে অস্ট্রেলিয়া-নিুইজল্যান্ডের মাটিতে মাশরাফির নেতৃত্বে চমক দেখায় বাংলাদেশ দল। ইতিহাসের সেরা সাফল্যে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের যোগ্যতা দেখায় বাংলাদেশ। বাংলাদেশ দলের সেরা অধিনায়কের ছবিটা মাশরাফিরই। ৩৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মাশরাফির শিকার ৭৮ উইকেট। আর ১৭৯ ওয়ানডেতে ২৩২ উইকেট শিকার ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এ পেসারের। ক্যারিয়ারে ৫৪ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট রয়েছে মাশরাফির ঝুলিতে।