সোনাগাজীতে জেলা সমাজ কল্যান পরিষদ তহবিল হতে ২০১৮-১৯ অর্থ বছরের আর্থিক সহায়তা, দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি এবং প্রতিবন্ধি শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে পল্লী সমাজ কার্যক্রমের পক্ষ থেকে ২৭জন নারী পুরুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রায় ১৫লাখ টাকার সহায়তা ও ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজের সভাপতিত্বে আয়োজিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন। অনুষ্ঠানে সমাজকল্যান পরিষদের তহবিল থেকে ২১জনকে ৯৮হাজার টাকার অনুদান, ১৮৪জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৪২হাজার ৬শ টাকার শিক্ষা উপবৃত্তি,দলিত হরিজন সম্প্রদায়ের ২৩জন শিক্ষার্থীর মধ্যে ৫২হাজার ৮শ টাকা অর্থ সহায়তা প্রদানসহ পল্লী সমাজ কার্যক্রম প্রকল্পের আওতায় ২৭জনকে সাত লাখ টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া আর্থসামাজিক বিষয়ের উপর তিনদিন ব্যাপি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের মধ্যে সদনপত্র বিতরণ করেন।



