ফেনী
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪২
, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ:আহত ৪

সোনাগাজী প্রতিনিধি:সোনাগাজীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে।এতে চরডুব্বা গ্রামের আনোয়ার হোসেন, শেখ রাসেল, চরএলাহী গ্রামের ওমর ফারুক ও ফারুক হোসেন নামের ৪ জন আহত হয়।

সোমবার রাত এগারটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরএলাহী গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সুত্র জানায়, সোমবার রাত ৮ টায় অনুষ্ঠিত খেলায় ২ গোলের ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠায় ব্রাজিল সমর্থক আনোয়ার হোসেন ও শেখ রাসেলের নেতৃত্বে কয়েকজন একটি মিছিল নিয়ে চরডুব্বা গ্রাম থেকে চরএলাহী গ্রামের দিকে যাচ্ছিল।এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আর্জেন্টিনা সমর্থক ওমর ফারুক ও ফারুক হোসেনের নেতৃত্বে কয়েকজন সমর্থক মিছিলকারীদের উপর হামলা করে ব্রাজিল সমর্থক আনোয়ার হোসেন ও শেখ রাসেলকে পিটিয়ে আহত করে বলে তারা দাবী করে।

।খবরটি ছড়িয়ে পড়লে চরডুব্বা গ্রামের ব্রাজিল সমর্থকরা জড়ো হয়ে আর্জেন্টিনা সমর্থক ওমর ফারুক ও ফারুক হোসেনকে ধাওয়া করে ধরে পিটিয়ে আহত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উভয় পক্ষের বোমা নিক্ষেপে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠলে গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!