ফেনী
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৩
, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে  তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

আব্দুল্লাহ রিয়েলঃ ”অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে সোনাগাজী মো: ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা নিপা রানী ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরীন ফেরদৌসী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আল মোমিন, হাস প্রজনন খামারের ব্যবস্থাপক জাহিদ বিন রশিদ আল নাহিয়ান, এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরন ভৌমিক, সোনাগাজী মো: ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!