ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মা ইলিশ রক্ষা পেলে ইলিশ আসবে জাল ভরে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার বিকালে জেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের চর খোন্দকার গ্রামের জেলে পাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। রবিবার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার করা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ, সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন,চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন।জেলেদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রিয় লাল জল দাস।
সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য মৎস্য বিভাগ মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছে। এসময়ে নদীর মাছ ধরা, বেচাকেনা, পরিবহন, মজুদ ও বিনিময় করা যাবে না। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থেকে কাজ করবে। তাই ২২দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহবান জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!