ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সোনাগাজীর দাশের হাট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

শাহাদাত হোসেন তৌহিদ: সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ আহম্মেদ, ৫ নং চরদরবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শাহাব উদ্দিন।চরদরবেশ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেশব চন্দ্র দাসের পরিচালনায় এসময় দাশের হাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউল্লাহ, বিদ্যুৎতসাহী সদস্য মো. হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবদুল জলিল প্রমূখ।

received_2058899504398066

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী বলেন, স্কুল শিক্ষার্থীরা ছিলেন বঙ্গবন্ধুর খুবই আপনজন,এদের তিনি খুব ভালোবাসতেন। তাই শিক্ষা সাহিত্য-সংস্কৃতির প্রতি বঙ্গবন্ধু ছিলেন উদার মনের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে বিপ্লব সাধন করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল কলেজের উন্নতি করছেন। তাই আগামী নেতৃত্বে শেখ হাসিনাই ভবিষ্যত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। শিক্ষা-সাহিত্য, সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে উন্নতি সাধন করেছেন আওয়ামীলীগ সরকার। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল একটি রাষ্ট্র বিণির্মানে জাতির জনকের কন্যা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী বলেন, স্কুলের শিক্ষার্থীরা কখনোই অন্যায় করতে পারে না। তারা মাসুম বাচ্চা। তাদের চোখে রয়েছে প্রচুর সম্ভাবনা। তাদের এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তাদেরকে পেলে আমার মনে প্রশান্তি ফিরে আসে। মনে হয় আমি আমার সন্তানদের পেয়েছি। তাদের কোমলতা আমাকে আপ্লুত করে। স্কুলের ছেলে মেয়েরা আমার সন্তানের মতো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট ছোট বাচ্চাদের উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। আমি আমার পক্ষ থেকে এ স্কুলে সমস্যা সমাধানে সর্বোচ্চ কাজ করে যাব। সোনাগাজীবাসী আমার আপনজন, আমার শেকড়। এখানকার আলো বাতাস সবকিছু আমার অন্তরে বসে থাকে। আমি আমার জীবন দিয়ে জনগনের সেবা দিতে চেষ্টা করে যাব। ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে সোনাগাজী ফেনী এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

পরে অতিথিরা স্কুলের কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা দেশের গান গেয়ে অতিথিদের মুগ্ধ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!