ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যা চেষ্টা:অধ্যক্ষ সিরাজের ৭ দিনের রিমান্ড

সোনাগাজীতে ছাত্রী নুসরাতের গায়ে আগুন দেয়ার ঘটনায় আলোচিত সেই অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও প্রভাষক আফসার ও সহপাঠী আরিফকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বুধবার (১০ এপ্রিল) সিরাজ উদ্দৌলার রিমান্ড আবদেন করলে আদালত এ সিদ্ধান্ত দেন।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) ওই মামলার অপর ৪ আসামীকে ৫ দিন করে রিমান্ড মঞ্চুর করেছে আদালত। এ দিন মামলার আসামিদের আদালতের তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত এ সিদ্ধান্ত দেন।

গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়।

৮০ ভাগ অগ্নিদগ্ধ হওয়া রাফি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!