ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘অক্টোবর-নভেম্বরে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হতে পারে’

আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধ বাধতে পারে। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশেদ আহমেদ গতকাল বুধবার এই ভবিষ্যদ্বাণী করেছেন। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।নিজ শহর রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, কাশ্মীরের মুক্তির জন্য চূড়ান্ত সংগ্রামের সময় এসে গেছে।শেখ রাশেদ আহমেদ সতর্ক করে বলেন, এবার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে তা হবে শেষ যুদ্ধ।

কাশ্মীরের ভাগ্য এখন কাশ্মীরি তরুণদেরই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী। তিনি বলেন, ‘কাশ্মীরের জনগণের পাশে আমাদের অবশ্যই থাকতে হবে।’

শেখ রাশেদ আহমেদ অভিযোগ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরে অশান্তি সৃষ্টি করছেন। তিনি কাশ্মীরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। মোদির সামনে একমাত্র বাধা পাকিস্তান।

কাশ্মীর ইস্যুতে বাকি মুসলিম বিশ্ব চুপ কেন, সেই প্রশ্ন রাখেন পাকিস্তানের রেলমন্ত্রী।

সম্প্রতি মোদি সরকার ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে। রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে।

কাশ্মীর নিয়ে মোদি সরকারের এই সিদ্ধান্তে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা দেখা দিয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!