সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে ফাতেমা আক্তার ফুর্তি নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। উদ্ধারের সময় লাশের গলায় ওড়ন প্যাঁচানো ছিল।
নিহত ফাতেমা আক্তার পালগিরি গ্রামের হাজী আমির আলী চৌকিদার বাড়ির মিজানুর রহমানের মেয়ে এবং একই উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ভুঞাবাজার সংলগ্ন কুইচ্চাঘোনা এলাকার নজরুল ইসলাম রিপনের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার জেরে ১০ দিন ধরে ফাতেমা বাবার বাড়িতে রয়েছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে মোবাইলে কথাকাটাকাটির একপর্যায়ে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস নেয় ফাতেমা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত রিপোর্ট এলে তা নিশ্চিত হওয়া যাবে।’



