সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জসিম উদ্দিন(৩৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।শুক্রবার গভীর রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় পুলিশের একটি দল।এসময় একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও জলদস্যু জসিম উদ্দিন প্রকাশ জসিমা ডাকাত কে গ্রেফতার করে পুলিশ।সে দক্ষিন চরসাভিকারী গ্রামের আবু তাহেরের পুত্র।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।



