ফেনীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকালে পৌরসভাস্থ কমিউনিটি সেন্টারে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । দলটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড়মনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা সভাপতি জোবেদা নাহার মিলি, দাগনভুঞাঁ উপজেলা সভাপতি রাবেয়া আক্তার রাবু, ফেনী পৌর সভাপতি হোসনেয়ারা শাকিলা, সদর উপজেলা সভাপতি জোৎস্না আরা জুশি, জেলা সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা,সহ সভাপতি আঞ্জুমান আরা গিয়াস, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা সেলিনা চৌধুরী শেলী।পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলটি।