ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে

সোনাগাজী প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন,দেশব্যাপী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গণজোয়ার তৈরি হয়েছে। এই কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নিশ্চিত।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় নাসিম এই কথা বলেন।

FB_IMG_1541150138538

তিনি আরো বলেন, ২০০১ সালের নির্বাচনে শেখ হাসিনা সোনাগাজীতে নির্বাচনী জনসভা করতে এলে এখানকার ব্রিজ ভেঙে ফেলা হয়। আমাদের তিনজন কর্মীকে হত্যা করা হয়। পুরো সোনাগাজীতে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল।তখন সোনাগাজীর হাজার হাজার নেতা-কর্মী ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখভাল করেছিলেন।২০০৮ সালে আমরা নির্বাচনে জয়লাভ করার পরও প্রতিশোধের নেশায় মাতিনি। সোনাগাজী ও ফেনীর মানুষ বারবার শেখ হাসিনাকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগকে ভোট দেয়নি।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী ও সোনাগাজীবাসীকে বঞ্চিত করেননি। ফেনীতে এখন শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। সোনাগাজীতে বঙ্গবন্ধু শিল্পনগরী গড়ে উঠছে। ৩০ হাজার একর জায়গার ওপর নির্মিত এই শিল্পনগরীতে হাজার হাজার মানুষ কাজ করবে। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা,সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান,অধ্যাপিকা পান্না কায়সার, এফবিসিআই পরিচালক ও অভিনেত্রী শমি কায়সার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাসার,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, নিজাম চৌধুরী,জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!