ফেনী
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আধুনিক ফুটবলের পরাশক্তি ব্রাজিল-সার্বিয়া কোচ

খেলাধুলা ডেস্কঃ কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করা সার্বিয়া গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে হার মেনে নিয়েছে। কোচ ম্লাদেন ক্রাস্তাইচ স্বীকার করলেন, ‘আধুনিক ফুটবলের পরাশক্তি’ ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান অনেক।

‘ই’ গ্রুপে সার্বিয়া দ্বিতীয় ম্যাচে শেষদিকের গোলে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল। শেষ ষোলোতে উঠতে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারাতেই হতো তাদের। কিন্তু পেরে ওঠেনি। পাউলিনিয়ো ও থিয়াগো সিলভার গোলে ২-০ তে হেরে বিদায় নিতে হলো সার্বিয়াকে।

মস্কোর স্পার্তার্ক স্টেডিয়ামে হারের পর ‘পরাশক্তি’ ব্রাজিলের বিপক্ষে তার দলের লড়াইয়ের প্রশংসা করেছেন ক্রাস্তাইচ, ‘ব্রাজিলের গোল করার মুহূর্ত ছাড়া প্রথমার্ধে আমরা এগিয়ে ছিলাম। এই মুহূর্তগুলোতেই খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য প্রকাশ পায়।’

নিজ দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত সার্বিয়া কোচ, ‘আধুনিক ফুটবলের একটি পরাশক্তির বিপক্ষে আমরা জিততে মাঠে নেমেছিলাম এবং আমরা পিছিয়ে ছিলাম। আমি আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাই তাদের সাহসী প্রচেষ্টার জন্য এবং সার্বিয়ার ব্যাজ ও জার্সির প্রতি তাদের মনোভাবের জন্য।’

ব্রাজিলের সঙ্গে হেরে বাস্তববাদী ক্রাস্তাইচের বক্তব্য, ‘আমরা একটু চেপে ধরেছিলাম এবং দ্বিতীয়ার্ধে ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে খেলা খুব কঠিন।’ তিনি আরও বলেছেন, ‘ফুটবলে এমনই হয়। আমাদের খেলার মান বাড়াতে হবে। দ্বিতীয়ার্ধে অনেক বেশি ঝুঁকি নিয়েছিলাম। আমাদের সুযোগ ছিল কয়েকটি, কিন্তু আমরা শাস্তি পেলাম।’

ব্রাজিলের রক্ষণের প্রশংসা করে সার্বিয়ার কোচ বলেছেন, ‘যখন আপনি রক্ষণ করছেন, তখন আপনাকে সুশৃঙ্খল থাকতে হবে। আর এটাই দেখিয়েছে ব্রাজিল আসলেই কতটা শক্তিশালী।’

৮ বছর পর বিশ্বকাপে ফিরে খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিয়েছে বললেন ক্রাস্তাইচ। নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ মিনিটে জারদান শাকিরির গোলে না হারলে অন্য কিছুও হতে পারতো। বিদায় নিশ্চিতের পর ২-১ গোলের ওই হারে ক্রাস্তাইচের প্রতিক্রিয়া, ‘আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ। যা হওয়ার হয়েছে, আমরা ২-১ গোলে হেরেছি। এটাই জীবন।’ ইএসপিএনএফসি

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!