ফেনী
শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১৫
, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেনী ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফেনী ইউনির্ভার্সিটি। এ সময় ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এএসএম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ট্রাস্টি বোর্ডের সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে ইউনিভার্সিটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে সবাইকে আত্মনিয়োগ করার আহবান জানিয়েছেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সত্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “বাংলা ভাষাকে অন্তরে ধারণ করে ইংরেজিও শিখতে হবে। কারণ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজির বিকল্প নেই। বহিঃর্বিশ্বে টিকে থাকতে হলে অবশ্যই ইংরেজি জানতে হবে। ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি রক্ত দিয়ে যে ভাষা আমরা ছিনিয়ে এনেছি, যেই ভাষার জন্য আজ সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, সেই ভাষার শুদ্ধ চর্চা করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক সভাপতির বক্তব্যে বলেন, “২১ ফেব্রয়ারি শহিদরা জীবন দিয়েছেন, কিন্তু আমরা ভাষার জন্য কী করেছি? সুতরাং আমাদের মাতৃভাষাকে ভালবাসতে হবে। অন্যের মাতৃভাষাকে সুরক্ষা করতেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই নিজের ভাষার পাশাপাশি পৃথিবীর সকল মাতৃভাষাকে শ্রদ্ধা করতে হবে।”
আলোচনা সভায় ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের চেয়ারম্যান সিনিয়র প্রভাষক মোঃ আয়াতুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!