বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদ ও ভারতের সাথে করা ফেনী নদীর পানিসহ দেশ বিরোধী চুক্তি বাতিল এবং কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
রোববার বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খোন্দকার আকবর হোসেন।
জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ খালেক, গাজী হাবীবুল্লাহ মানিক, আলা উদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।
এসময় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন মিলনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।