ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

আমাদের জয় হবেই-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্ট বা অন্য কেউ যাই করুক না কেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগেরই জয় হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঐক্যফ্রন্টের আসল উদ্দেশ্য দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি। তবে জনগণের শক্তিতে সেটা ব্যর্থ করে দেবে আওয়ামী লীগ।ঐক্যফ্রন্ট নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন চান কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক যৌথসভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন দলের সভাপতি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জয় আমাদের হবেই। জনগণ আমাদের সাথে আছে। জনগণের শক্তি নিয়েই আমরা ক্ষমতায় এসেছি। জনগণের ভোটেই আমরা ক্ষমতায় এসেছি। আমার জনগণের প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস আছে। যে উন্নয়নের ছোঁয়া আজকে সকলের জীবনে লেগেছে, নিশ্চয় তারা সেটা ধরে রাখবে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেবে। আওয়ামী লীগের জয় হবে।’

‘ইনশাল্লাহ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা উদযাপন করতে পারব।আমরা না থাকলে আর কেউ ভালোভাবে করতে পারবে না। কারণ তাদের মনে পাকিস্তান।’

ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার সাম্প্রতিক এক বক্তব্যকে কটাক্ষ করে শেখ হাসিনা বলেন, ‘এখনো অনেকে বলে পাকিস্তান নাকি আমাদের চেয়ে বেশি উন্নত। যারা এটা বলে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া উচিত। বলা উচিত, পাকিস্তানে যেয়ে দেখে আসেন। পাকিস্তানের ঋণ শোধের জন্য সৌদি আরব তিন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। আমাদের কারো কাছে কোনো ঋণ নেই।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!