ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৮
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের নবীন বরণ

পরশুরাম প্রতিনিধি: পরশুরামে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া। কলেজ অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ জাহানারা আরজু।

FB_IMG_1547357411336
বাংলা বিভাগের প্রভাষক ইকবাল আহমেদ চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের, কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠান পরিচালক আলাউদ্দিন আহমেদ চৌধুরীর নাসিমের পিতা ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী, মাতা হোসনে আরা বেগম রানী চৌধুরীসহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থী স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!