ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিগাঁওয়ে আ’লীগ অফিসে হামলার ঘটনায় গাজী মানিকসহ নেতাকর্মীদের আসামী করায় বিএনপির নিন্দা

সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা বাজারে শনিবার স্থানীয় বঙ্গবন্ধু পরিষদে হামলার ঘটনায় জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আসামী করে মামলা দায়েরের নিন্দা জানিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।

সোমবার পৃথক বিবৃতিতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘ধোনসাহাদ্দা বাজার ১নং ওয়ার্ড যুবলীগ-ছাত্রলীগের অফিস ভাংচুর মামলায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা কৃষকদলের সহ-সভাপতি মিজানুর রহমান, বালিগাঁও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কাজী কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আবছার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিদারুল আলম দিদারসহ ২০ জনের নাম উল্লেখ করে আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় প্রকৃত দুর্বৃত্তদের আসামী না করে বিএনপিকে কোনঠাসা করার জন্যে বিএনপির নেতাদেরকে উদ্দেশ্যমূলকভাবে আসামী করা হয়েছে।’ এ ঘটনায় জেলা ও সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সৃষ্ট মামলা থেকে বিএনপির নেতৃবৃন্দকে অব্যহতি দিয়ে প্রকৃত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্যে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে ধোনসাহাদ্দা গ্রামে বঙ্গবন্ধু পরিষদে হামলা-ভাংচুরের ঘটনায় জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করার নিন্দা জানিয়েছে যুবদল। জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সেলিম এক বিবৃতিতে জানান, ‘শুক্রবার রাতে স্থানীয় ইউপি সদস্য মাঈন উদ্দিন মায়ার ব্যক্তিগত কার্যালয় নিজ দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর করে। অভ্যন্তরীন কোন্দল ধামাচাপা দিতে পরদিন শনিবার সন্ধ্যায় ধোনসাহাদ্দা বাজারে মিছিল করে ছাত্রদল নেতা জীবন, টনি ও রায়হানের উপর হামলা চালায়। সরকার দলীয় সন্ত্রাসীরা সুপরিকল্পিতভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে বিএনপির উপর ছাপানোর অপচেষ্টা করছে। এর ধারাবাহিকতায় রবিবার জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক সহ বিএনপি পরিবারের ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
অপরদিকে জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাতও ঘটনাটিকে দুরভিসন্ধিমূলক জানিয়ে মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!