ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫২
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইউনিক আইটি সেন্টারের কম্পিউটার প্রফেশনাল কোর্সের পুরষ্কার বিতরণ

ইউনিক আইটি সেন্টার, ফেনী (সাবেক স্কিলোপেডিয়া) এর  দাখিল ও এসএসসি পরীক্ষা পরবর্তী কম্পিউটার প্রফেশনাল কোর্সের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের ডাক্তার পাড়াস্থ প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি-জনকন্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল। বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইনের সম্পাদক জামাল উদ্দিন।

ফেনী বিদ্যুত বিতরণ বিভাগের উপ-সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো: সোহাগের সভাপতিত্বে ও ইউনিক আইটি সেন্টার, ফেনী’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রশিক্ষক ইঞ্জিনিয়ার শাহরিয়ার মুস্তফা। এ সময় প্রতিষ্ঠানটির ডিরেক্টর আজিজ আল ফয়সালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!