ফেনী
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:১২
, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে ছাত্রলীগ নেতা ইফতেখারের হাতে সমাজসেবা কর্মকর্তা লাঞ্ছিত

 

স্টাফ রিপোর্টার : সোনাগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার। রবিবার এ কর্মকর্তার দপ্তরে প্রকাশ্য এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা হতভম্ভ হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি। তবে ছাত্রলীগ নেতার দাবী, চাঁদা দাবী করায় তিনি প্রতিবাদ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সমাজসেবা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার আমিরাবাদ ইউনিয়নের আবু বক্কর নামের এক শিশুর জন্য এতিম সনদ দিতে সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনের কাছে আসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষুদ্ধ হয়ে ইফতেখার কার্যালয়ে হইচই ও কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এসময় কার্যালয়ের কর্মকর্তা ও আগন্তুকদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, এতিম সনদ দেয়ার এখতিয়ার তার নেই। বিষয়টি বারবার বলার পরও ইফতেখার তাকে নাজেহাল করে। তিনি ঘটনাটি উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানকে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, তিনি ঘটনাটি জেনেছেন। বিষয়টি আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার ঘটনায় তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ‘একটি এতিম শিশুর উপকারে সমাজসেবা কার্যালয়ে গিয়েছিলাম। সমাজসেবা কর্মকর্তা বিপুল অংকের চাঁদা দাবী করায় আমরা বেরিয়ে চলে আসি।’
প্রসঙ্গত; চলতি বছরের গত ফেব্রুয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলীয় প্রতিপক্ষের হামলায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন আহতের ঘটনায় সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকারকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রদান করা হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি তার অনুসারি হিসেবে পরিচিত ৭ জনকে স্থায়ী বহিস্কারের সুপারিশ করা হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!