ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৬
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদের আগে বাড়ল মুরগির দাম

করোনাভাইরাসের প্রভাবে নানা গুজবের কারণে দেশের পোল্ট্রি শিল্পের যেন দুর্যোগ নেমে এসেছিল। তবে বিষয়টি নিয়ে গুজবের প্রভাব কেটে যাওয়ায় ফের ক্রেতাদের আস্থা ফিরে আসছে পোল্ট্রি শিল্পে। এতে নতুন করে আশার আলো দেখছেন পোল্ট্রি খামারিরা।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুরগির মাংসের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। অপরিবর্তিত আছে শাক-সবজি, মাছ, মাংস ও ডিমের দাম। সামনে রোজার ঈদ থাকায় অনেকেই এখন মুরগি কিনে রাখছেন।

গত সপ্তাহের তুলনায় আজ কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি লেয়ার ২২০ টাকা, সাদা লেয়ার ১৮০ থেকে ২০০ টাকা। কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৫৫০ টাকা।
এছাড়া গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকা দরে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!