ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৯
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে দু’টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরন

 

আবদুল্লাহ রিয়েল : সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে দু’টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। এলজিএসপি-৩ এর অর্থায়নে মঙ্গলবার সকালে পরিষদ প্রাঙ্গণে দৌলতকান্দি ও রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ, এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটর পিন্টু চন্দ্র দাস প্রমুখ।

এসময় দৌলতকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহিম, মতিগঞ্জ ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব, রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকরামুল হক সোহেল ও যুগ্ম সম্পাদক ইলিয়াছ মিলন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!