ফেনী
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫০
, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এইচএসসিতে ফেনী ন্যাশনাল কলেজের চমক

শহর প্রতিনিধি: প্রকাশিত ফলাফলে জেলায় বেসরকারী কলেজ সমূহের মধ্যে ফেনী ন্যাশনাল কলেজ শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারের দিক থেকে জেলার শীর্ষস্থানে অবস্থান করেছে।

সূত্র জানায়, স্টার লাইন গ্রুপ পরিচালিত ফেনী ন্যাশনাল কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৫ জন পাস করে। পাসের হার ৮৫.৩৭%। ব্যবসায় শিক্ষা থেকে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩ জন পাস করে। আর মানবিক বিভাগ থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১২ জন পাশ করে।
এছাড়াও ফেনীতে কয়েকটি বেসরকারী কলেজে প্রকাশিত ফলাফলের পর নিজেদেরকে সেরা দাবী করলেও পরীক্ষায় ওই সকল প্রতিষ্ঠানে অল্প কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহনের দিক থেকে তাদের শিক্ষার্থী নগন্য থাকায় গড়হারে তারা পিছিয়ে পড়েছে।
কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, ফেনী ন্যাশনাল কলেজের পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিকল্পিত পড়াশুনার মাধ্যমে এ ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতেও এ কলেজটির শিক্ষার্থীরা ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!