শহর প্রতিনিধি: বৃহস্পতিবার এতিম ও হাফেজদের সম্মানে ফেনী ইউনিভার্সিটি মিলনায়তনে আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য আবদুর রইস কাইজার।বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
এসময় আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আয়াতুল্লাহ, ব্যবসা প্রসাশন অনুষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম, চেয়ারম্যান কমিটির আহবায়ক সাঈদ হোসেন পারভেজ, ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা মো: আবুল খায়ের, ভারপ্রাপ্ত প্রক্টর মো: মনিরুজ্জামান, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) গোলাম মহিউদ্দীন হায়দার (শাওন) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপুসহ সকল বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্ষুদে হাফেজ মো: এমদাদ। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের ১০ম ব্যাচের ছাত্র সাঈদ ইশতিয়াক।



