ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে প্রথম বারের মতো আয়োজন হতে যাচ্ছে রি-ইউনিয়ন।প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ৪ অক্টোবর, শুক্রবার ইন্সটিটিউট প্রাঙ্গনে দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হবে। উক্ত মিলনমেলায় অংশগ্রহনের জন্য ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের প্রাক্তন (১ম-১১তম ব্যাচ) শিক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অনলাইনে রেজিষ্ট্রেশনের লিংক- িি.িভপরৎবঁহরড়হ.পড়স/ৎবমরংঃবৎ। এ মিলন মেলায় অংশ নিতে ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রতিদিনই রেজিস্ট্রেশন করছেন। এফসিআই রি-ইউনিয়ন ২০১৯ রেজিষ্ট্রেশন কমিটির আহবায়ক ২য় ব্যাচের ছাত্র ইঞ্জিনিয়ার জাবেদুল হক চৌধুরী জানান, রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২০ আগস্ট। ২৭ সেপ্টেম্বর রি-ইউনিয়নের তারিখ নির্ধারণ করা হলেও সকলের সুবিধার কথা বিবেচনা করে রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর পর্যন্ত এবং রি-ইউনিয়নের তারিখ ৪ অক্টোবর নির্ধারন করা হয়েছে। তিনি আরো জানান, অনলাইন পোর্টালে শুধু এফসিআই ১ম ব্যাচ থেকে ১১তম ব্যাচ এর শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে রেজিষ্ট্রেশন করতে পারবে। ১২তম ব্যাচ থেকে ১৫তম ব্যাচ এর শিক্ষার্থীরা তাদের ক্লাস রিপ্রেজেনটেটিভ এর মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে পারবে। গত ১০ তারিখে এফসিআই ক্যাম্পাসে রেজিষ্ট্রেশন পোর্টালের শুভ উদ্বোধন করেন এফসিআই রি-ইউনিয়ন ২০১৯ কার্যনির্বাহী কমিটির আহবায়ক ১ম ব্যাচের ছাত্র ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। রেজিষ্ট্রেশন কমিটির আহবায়ক ২য় ব্যাচ এর ছাত্র জাবেদুল হক চৌধুরীর সঞ্চালনায় রেজিষ্ট্রেশন পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রি-ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ১ম ব্যাচ এর ছাত্র নাজমুল হক, ২য় ব্যাচ এর ফয়েজ আহমেদ, ট্রেজারার ২য় ব্যাচ এর মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব ৪র্থ ব্যাচ এর ছাত্র খাজা ইমরান মাসুদ, রেজিষ্ট্রেশন কমিটির সদস্য সচিব ৪র্থ ব্যাচ এর ছাত্র মোঃ ইস্রাফিল হোসাইন, পাবলিকেশন কমিটির সদস্য সচিব ৪র্থ ব্যাচ এর ছাত্র জাবিরুল হাসানসহ কমিটির অন্যান্য সদস্য এবং এফসিআই এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন পোর্টালের বিস্তারিত কার্যাবলী একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন পোর্টালের ডেভেলপার ৪র্থ ব্যাচ এর ছাত্র শাহাদাত হোসাইন ও ৫ম ব্যাচ এর ছাত্র আনোয়ার হোসাইন। সবশেষে এফসিআই রিইউনিয়ন ২০১৯ কার্যনির্বাহী কমিটির আহবায়ক ১ম ব্যাচ এর ছাত্র হেলাল উদ্দিন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের স্বতঃস্ফূর্ত অনংশগ্রহনের মাধ্যমে রি-ইউনিয়নকে সফল করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন তিনি।