ফেনী
সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩
, ৯ই সফর, ১৪৪৭ হিজরি

এসোসিয়েশন অব ফেনী দোহা- কাতারের ৩য় বর্ষপূর্তি উদযাপন

তৌহিদুল ইসলাম,কাতার থেকে–এসোসিয়েশন অব ফেনী দোহা- কাতারের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাতার সবজী মার্কেট আল-বায়ান রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার ইউনিভার্সিটির প্রফেসর ড.আনোয়ারুল হাসান।

সংগঠনটির সভাপতি শাহেদুন্নবী বিপ্লবের সভাপত্বিতে ও ইয়াকুব আলী বাহাদুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাএনেতা সাইদুল হক ও মাঈন উদ্দিন সোহেল।এসময় শুভেচ্ছা বক্তব্য দেন এসোসিয়েশনের সাবেক সভাপতি মেছবাহ উদ্দিন, তৌহিদুল ইসলাম,
কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গোফরান,ফোরকান,মইন,খালেদ হোসেন ও সাইফুল। সভা শেষে কেক কেটে সংগঠনটির ৩য় বর্ষপূর্তি পালন করা হয়।সভায় শাহেদুন্নবী বিপ্লবকে সভাপতি ও ইঞ্জিনিয়ার রফিকুল হক চৌধুরীকে সাধারন সম্পাদক করে সংগঠনটির ২০১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কর্মসংস্থান ও উন্নয়নের সুদূর প্রসারী কার্যক্রমের সংকল্পে নিয়োজিত কাতার প্রবাসী ফেনীর শিক্ষিত একদল তরুন উদ্যোক্তার প্রচেষ্ঠায় এসোসিয়েশন অব ফেনী দোহা-কাতারের পথ চলা। সংগঠনটি শুধু প্রবাসে নয়, প্রবাসের গন্ডি ফেরিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে দেশের বিভিন্ন দূর্যোগ ও অসহায় হতদরিদ্রদের পাশে দাড়িয়ে আত্মমানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে।একটু খানি আর্থিক সচ্ছলতা ও স্বাচ্ছন্দে জীবন যাপনের জন্য প্রবাসে এসেও, কর্মব্যস্ততার ফাঁকে ফেনীর মেধাবী তরুনদের সংগঠিত করে এই ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠা করায় বক্তারা ভুয়ুসী প্রশংসা করেন এবং সংগঠনটিকে সব সময় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!