ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৯
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এ্যাডভান্স আইসিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার: ঢাকায় যাত্রা শুরু করেছে এ্যাডভান্স আইসিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সম্প্রতি কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজারস্থ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে এ্যাডভান্স আইসিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড চেয়ারম্যান এমএকে ওয়াহিদ মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ভূঁইয়া, নির্বাহী পরিচালক আরিফ মাহমুদ তুহিন এবং সিস্টেম ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন খানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিল।

বাংলাদেশে স্বল্পমূল্যে বিশ্বমানের টেকনিক্যাল সল্যুশন এবং ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানসম্পন্ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় বলে জানান এ্যাডভান্স আইসিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি আরো জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকনিক্যাল সল্যুশন এবং কোর্সগুলো আমরা সাজিয়েছি। তাই ১৩ এপ্রিল থেকে CCNA (Routing & Switching) + MikroTik (ISP Setup) নতুন কোর্স শুরু হবে। যারা নেটওয়ার্কিং এ ভাল করার ইচ্ছা আছে তারা রেজিস্ট্রেশন করে আসন নিশ্চিত করতে লিঙ্কটিতে প্রবেশ করুনঃ https://goo.gl/KLy6hL

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!