ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার পর সোনাগাজী মডেল থানার তৎকালীন ওসি মো: মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকায় দায়েরকৃত আইসিটি মামলার খুটিনাটি বিষয় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই। বুধবার দিবাগত রাত পোনে ১১ টায় ফেনী পিবিআই অফিসে সাংবাদিকদের ব্রিফিংকালে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত দলের প্রধান সিনিয়র এএসপি রিমা সুলতানা এই কথা জানান।
এ সময় তিনি আরো জানান, আইসটির যে ধারায় মামলা দায়ের করা হয়েছে তা হচ্ছে-ভিকটিমের অনুমতি ছাড়া ইনটারন্টে বা কোন মাধ্যমে কোন কিছু প্রচার করা যাবেনা। কিন্তু ২৭ মার্চ অধ্যক্ষ সিারজউদদৌলা রাফির শ্লীতাহানীর চেষ্টা করে। এ বিষয়ে রাফির থানায় অভিযোগ দেয়ার জন্য গেলে সোনাগাজী থানার ওসি মো: মোয়াজ্জেম হোসেন রাফির সাথে অশালীন ভাষায় কথা বলে তা মোবাইলে রেকর্ড করে পরে তা ফেইসবুক , ইউটিউবসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এছাড়া রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় ব্যরিষ্টার সাইদুল হক সুমন বাদী হয়ে ঢাকায় আইসিটির কয়েকটি ধারা উল্লেখ করে মামলা দায়ের করে।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত দিয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। পরে পিবিআই স্পেশাল ইনভেষ্টিগেশন এন্ড অপারেশন বিভাগের একটি গঠিত তদন্ত টিম ফেনীর সোনাগাজী থানাসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে সংশ্লিষ্টদের স্বাক্ষ্য গ্রহন করেছেন।



