সেচ্ছাসেবী সংগঠন ফেনী ওয়েল ফেয়ার ফুড ফেস্টিং এর কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় শহরের বড় মসজিদ সংলগ্ন পৌর মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিউল আলম মিঠু খান।এসময় সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন,দৈনিক আজকালের খবরের ফেনী প্রতিনিধি হাসান মাহমুদ,সাপ্তাহিক হকার্সের ব্যবস্থাপনা সম্পাদক তারেকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আমির হোসেন।ইমরান মাছুমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সদস্য ওসমান গনী,কার্যকরী পরিষদ সদস্য আর.টি আর মিশু মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে সংগঠনটির কার্যকরী পরিষদ সদস্যদের সম্মতিক্রমে রবিউল আলম মিঠু খানকে প্রধান সমন্বয়ক আহবায়ক নির্বাচিত করা হয়।পরে সংগঠনটির পক্ষ থেকে অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ ও ফিতা কেটে কার্যালয় উদ্ভোধন করা হয়।