জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রামপুর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আসরের নামাজের পর ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
রামপুর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও ক্রিড়ানুরাগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছে।
এমন অনুষ্ঠান আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন জনকে ভুয়সী প্রশংসাও করতে দেখা যায়।