ফেনী
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৩
, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুবকদের বেকারত্ব দূরীকরণে স্থায়ী কর্মসূচি ঘোষণা

ইয়াং স্টার ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ইউনিয়নের ভোরবাজারস্থ ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল করিম কালাম।

ইয়াং স্টার ক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলম হোসাইন রাজুর সঞ্চালনায় এসময় ভোরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর আলম সুজন ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম এবং মাওলানা মোশাররফ হোসেনসহ ক্লাবের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা প্রবাসী মোশাররফ হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া এলাকার যুবকদের স্থায়ীভাবে বেকারত্ব দূরীকরণে ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে ইয়াং স্টার ক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে
তরুণ সংঘ,একতা সংঘ,দ্বীপিকরণ ফাউন্ডেশন,স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মাহবুবুল হক স্মৃতি সংসদ ও পাঠাগারসহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!