ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা জড়িত থাকার অভিযোগে বর্তমান কমিটি বাতিল করে এডহক (আহবায়ক) কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয় ভিসি ড. আহসান উল্লাহ স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে এ কমিটি বাতিল করা হয়।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, ‘সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটি বাতিল করে এডহক (আহবায়ক) কমিটি গঠনের নির্দেশ দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছেন। গত বুধবার চিঠিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। ওই চিঠির আলোকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তির নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে।