ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘কাঁচা টাকার লোভে রোহিঙ্গাদের প্রতি সরকারের সহমর্মিতা’

নিজস্ব প্রতিবেদক-কাঁচা টাকার লোভে সরকার রোহিঙ্গাদর প্রতি সহমর্মিতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, ‘রোহিঙ্গাদের প্রথমে উগ্রবাদী সন্ত্রাসী সাজানোর চেষ্টা করেছিল সরকার। কিন্তু সব দেশ থকে এখন ত্রাণ পাঠাচ্ছে, সে কারণে কাঁচা টাকার লোভে রোহিঙ্গাদের প্রতি এই সহমর্মিতা।’রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। ‘সহায়ক সরকার: নির্বাচন কমিশনের ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নামের বিএনপিপন্থি একটি সংগঠন।

রিজভী বলেন, ‘ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ ত্রাণ পাঠাচ্ছে বলে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। কাঁচা টাকা কুড়ানোর লোভে এই সহানুভূতি। অথচ ভেতরে ভেতরে রোহিঙ্গাদের সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে। তাদের তলে তলে রোহিঙ্গা বিদ্বেষ। রোহিঙ্গাদের উগ্রবাদী ও সন্ত্রাসী বানানোর জন্য এখনো নানা অপপ্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!