ফেনী
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫
, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

ঢাকা অফিস:শিক্ষা মন্তনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসকে আদালত অবমাননার দায়ে হাইকোর্ট তলব করেছে। ৩ জুলাই হাইকোর্টের বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
জানা যায়, ২০১৭ সালের ১১ জানুয়ারী হাইকোর্ট হতে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত ২শ ৪১জন শিক্ষকের চাকুরী রাজস্বখাতে স্থানাস্তরের নির্দেশ প্রদান করা হয়। যার রিট টিপিশন নং-১৩০৫২/২০১৬ কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর রায় বাস্তবায়ন না করায় হাইকোর্ট ২০১৮ সালের ৯ জানুয়ারী আদালত অবমাননার রুল জারি করেন। যার কন্টেম্প পিটিশন নং ৫২৬/২০১৭। আদালত ২৭ ফেব্রুয়ারী ২ মাসের মধ্যে রায় বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করলেও বিবাদীগন রায় বাস্তবায়নের জন্য কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন নি। এতে করে হাইকোর্ট আগামী ৭আগস্ট সকাল ১০:৩০ ঘটিকায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!