শহর প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফেনী সিটি গার্লস স্কুলের এক শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।শনিবার সকালে শহরের শান্তি কোম্পানি রোডস্থ প্রতিষ্ঠানটির সামনে ছাত্রীর মায়ের হাতে এ নগদ টাকা তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।
প্রতিষ্ঠান সুত্র জানায়,ফেনী সিটি গালর্স স্কুলের শিক্ষার্থী উম্মে সায়মা জেমি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার চিকিৎসায় প্রচুর টাকার প্রয়োজন।কিন্ত শিক্ষার্থীর পরিবার এ ব্যয় ভার বহন করতে হিমশিম খাওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার ৫০ হাজার টাকা সহযোগিতা করেন।যা আগামিতেও করার আশ্বাস দেন।
এ সময় ফেনী সিটি গার্লস স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম,স্কুলের অধ্যক্ষ এম মামুনুর রশিদ, শিক্ষার্থীর মা জিন্নাত রেহানাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।