স্টাফ রিপোর্টার: সোনাগাজীর আলামপুর গ্রামে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও জেলা পুঁজা উদ্যাপন পরিষদ। মঙ্গলবার দুপুরে বগাদানা ইউনিয়নে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ অনুদানের টাকা তুলে দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন, মহিউদ্দিন, বেলায়েত হোসেন, পূঁজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা কমিটির সভাপতি রাজিব খগেস দত্ত, সদর উপজেলা সভাপতি অনিল বণিক, ফেনী পৌর কমিটির সভাপতি শান্তি রঞ্জন দত্ত, সোনাগাজী উপজেলা সভাপতি জগদীস চন্দ্র শীল, সাধারণ সম্পাদক সমর দাস, বগাদানা ইউনিয়ন সভাপতি সুরেশ চন্দ্র শীল, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নয়ন শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূঁজা উদযাপন পরিষদের নেতারা সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি এ ঘটনা ঘটাতে পারে। তবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসবে। এতে আতঙ্কিত না হতে ভূক্তভোগী পরিবারের প্রতি তারা আহবান জানান। প্রসঙ্গত, শনিবার রাতে দুর্বৃত্তরা কেরোসিন তেল ছিটিয়ে বসতঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ডাঃ বারিন্দ্র কুমার শীলের বাড়ীতে শিশির কুমার শীল, রণজিত কুমার শীল, অজিত কুমার শীল, সুজির কুমার শীলের বসত ঘর ও মনিন্দ্র কুমার শীলের রান্নার ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় অজ্ঞাতনামা আসামী করে সোনাগাজী মডেল থানা মামলা দায়ের করেন ভূক্তভোগী শিশির কুমার শীল।



